এম আবুহেনা সাগর,ঈদগাঁও(৬ নভেম্বর) :: কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে ফের ৫টি গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
৬ নভেম্বর গভীর রাতে ঘটনাটি ঘটে ঈদগাঁও ভাদিতলায়। গরুর মালিক স্থানীয় নাছির ও জামাল।
স্থানীয়দের মতে, এ সময় একদল সশস্ত্র গরু চোর সিন্ডিকেট তাদের গোয়াল ঘরে হানা দিয়ে দেড় লক্ষাধিক টাকা দামের ৫টি গরু চুরি করে নিয়ে যায়।
এদিকে ভুক্তভোগী গৃহস্থদের মতে, প্রতিরাতের ন্যায় তারা ঘুমিয়ে পড়ে। এমন সুযোগে চোরের দল হানা দিয়ে গরু গুলো নিয়ে পালিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়াল ঘরের দরজা ভাঙা।
স্থানীয় মেম্বার হাফেজ জিয়াবুল হক উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীন জানান, গরু চুরির খবর শুনেছি।
প্রসঙ্গত – এভাবে বৃহত্তর ঈদগাঁও এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনায় গরু ব্যবসায়ী সহ সাধারন লোকজনের মাঝে চরম উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে।
তবে চোর সিন্ডিকেট অধরা থেকে যাওয়ায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তিন দফে ২১টির মত গরু চুরি হয় এ পর্যন্ত।
Posted ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy