এম আবু হেনা সাগর,ঈদগাঁও(২৯ নভেম্বর) :: যাত্রী বেশে টমটম চালককে ভাড়া নিয়ে ছিনতাই চেষ্টার ঘটনায় ছিনতাইকারী দলের তিন সদস্য কে ধৃত করে পুলিশে কাছে সোর্পদ করলো স্থানীয় জনতা।
আটককৃত হলো- ঈদগাঁও শিয়াপাড়ার নুরুল আলমের পূত্র মোঃ সাগর প্রকাশ শরিফ, ইসলামাবাদ খোদাইবাড়ী মোহাম্মদ বাবুলের পূত্র মোহাম্মদ ইমরান একই এলাকার লাল ব্রীজের পশ্চিমের তোফায়েল আহমদের ছেলে মোহাম্মদ ফয়সাল।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ঈদগাঁও বাশষ্টেশন থেকে মেহেরঘোনা যাওয়ার জন্য একটি টমটম (ইজিবাইক) রিজার্ভ ভাড়া নেয়। টমটম চালক পাশ্ববর্তী ইসলামপুর নাপিতখালী ভিলেজার পাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে মোহাম্মদ জিন্নাহ। তবে
টমটম চালকের মতে, তারা তিনজন লোক রিজার্ভ ভাড়া করে মেহেরঘোনা যেতে বলে। রওনা দিয় গন্তব্যেস্থলে,প্রতিমধ্যে কলেজ গেইটের পশ্চিমে কবর স্থান পাশাপাশি পৌছলে গাড়ী থামাতে বলে। থামানোর সাথে সাথেই তার গলায় ছুরি ধরে ফাইভ স্টার মডেলের একটি মোবাইল সেট ও নগদ থাকা ছিনিয়ে নেয়। পরে টমটমটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ছিনতাইকারী দল।
পরদিন ২৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মোবাইল সেটটি দরগাহ পাড়ার কয়েকজন ব্যক্তিকে মোবাইলটি বিক্রি করার চেষ্টা করে। এমন সময়ে টমটম চালক জিন্নাহর পুর্বে পরিচিত মেকানিক শাহাব উদ্দীন মারফত খবর পেয়ে দরগাহ পাড়া এলাকায় যায় সে। তখন মোবাইলটি তার দাবী করলে পুনরায় জিন্নাহকে মারধর করতে সিদ্ধান্ত নেন ছিনতাইকারী দলের সদস্যরা। তাৎক্ষণিক লোকজন জড়ো হলে তাদেরকে ঘটনার বিস্তারিত বললে ছিনতাইকারী দেরকে ঘেরাও করে রাখে স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে এসআই সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
২৯ নভেম্বর টমটম চালক বাদী হয়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা দায়ের করেন বলে পুলিশ জানান।
এসআই সনজিত চন্দ্র নাথ জানান, আটককৃতরা চিহ্নিত ও পেশা দার ছিনতাইকারী। এদিন স্থানীয় জনতা কর্তৃক ধৃত করে পুলিশকে খবর দিলে তাদের আটক করে নিয়ে আসা হয়। আদালতে মাধ্যমে এদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান খাঁন উপ রোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ১২:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy