মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(৫ নভেম্বর) :: কক্সবাজারের ঈদগাঁওতে এক ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ।
৫ নভেম্বর সন্ধ্যায় বাজারের জাগিরপাড়া রোড সংলগ্ন দারুল হেরা মার্কেটের দ্বিতীয় তলায় সংঘটিত এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
স্থানীয়রা জানান, সোমবার মাগরিব নামাজের পর কয়েকজন পথচারী দারুল হেরা মার্কেটের দ্বিতীয় তলায় আগুন দেখতে পান । বিষয়টি তারা সাথে সাথে অন্যদের শেয়ার করেন ।
উৎসাহী লোকজন দ্বিতীয় তলায় উঠে দেখতে পান যে, ফোম কারখানায় ধাউধাউ করে আগুন জ্বলছে । আগুনের লেলিহান শিখা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে পার্শ্ববর্তী হাসপাতাল এবং বিপণিবিতান থেকে লোকজন প্রচুর পানি ছিটিয়ে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনেন ।
কারখানাটির মালিক ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফের খিল এলাকার মেম্বার দিদারুল ইসলাম। তিনি জানান, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে । কর্মরত শ্রমিকরা কারখানাটি বন্ধ করে চলে আসার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান তিনি । তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত নন ।
পার্শ্ববর্তী ব্যবসায়ী ও দোকানিরা জানান, সম্ভবত সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে ।
দিদারের ছোট ভাই কারখানার পরিচালক মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে টিনের চালা বিশিষ্ট এক গুদামটি সম্পূর্ণ ভষমিভূত হয়ে যায়। পরে তার লোকজন গুদামের কিছু কিছু মালামাল ও পুড়ে যাওয়া টিন সরিয়ে ফেলেন ।
খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ দল ঘটনাস্থলে আসেন । তবে কোথাও থেকে কোন দমকল বাহিনীকে আসতে দেখা যায়নি । সরেজমিন দেখা গেছে ঘটনার পর পর পার্শ্ববর্তী বেশ কিছু দোকানপাটে বেচাকেনা ও লেনদেন বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীদের মতে অগ্নিকাণ্ড চলাকালে স্থানীয় হাইস্কুলের শিক্ষক মোজাম্মেল হক ও বেশ কিছু শিক্ষার্থী আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখেন।।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy