মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(২০ জানুয়ারী) :: প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব বলেছেন, সবরের মাধ্যমে গণমানুষের নিকট ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে হবে।
তিনি বলেন, যারা নবীর আদর্শের সাথে একমত নয়, তাদের নবীর অনুসারী দাবি করা ভুল। নবীর আশেক দাবি করতে হলে কুরআন ও হাদিসের সাথে নিজের জীবনকে খাপ খাওয়াতে হবে।
তিনি সোমবার দুপুরে বৃহত্তর ঈদগাঁও ইসলামী সম্মেলন সংস্থা আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ও হাফেজ মাওলানা সৈয়দ নূরের সভাপতিত্বে এতে তাকরির পেশ করেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা আরো বলেন, যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলে তারা বাতেল। হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তারা কিছুতেই ইসলামের প্রকৃত অনুসারী হতে নয় ।
তার মতে, আমাদেরকে গোলামী করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের। আর আদর্শ অনুসরণ করতে হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। তিনি পীর বুজুর্গের কাছে দৌড়াদৌড়ি না করে ইসলামের সুশীতল ছায়াতলে সকলকে এগিয়ে আসার পরামর্শ দেন।
বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ এর সৌজন্যে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর ঈদগাঁও ইসলামী সম্মেলন সংস্থার সহ-সভাপতি হাফেজ সরওয়ার কামাল, সহ-সভাপতি হাফেজ শহীদ উল্লাহ মিয়াজী, সেক্রেটারি হাফেজ কামাল আহমদ, সহ সেক্রেটারী যথাক্রমে হাফেজ আব্দুর রহিম ফারুকী, মাওলানা রমজান আলী, মাওলানা হাফেজ রফিকুল হক, কোষাধ্যক্ষ হাফেজ সলিম উল্লাহ, বিশিষ্ট রাজনীতিক জুনায়েদ মাহমুদ শাহেদ, হাফেজ জাফর আলম, মাওলানা ইমাম জাফর আলম প্রমুখ। সম্মেলনে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত এলাকা থেকে দীন ও ইসলাম প্রেমি হাজার হাজার মানুষের সমাগম ঘটে।