বিশেষ প্রতিবেদক,ঈদগাঁও(২৭ আগস্ট) :: কক্সবাজারের ঈদগাঁওতে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেনস কো¤পানী লিমিটেড কর্তৃক গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীমার চেক হস্তান্তর করা হয়েেছ।
এ উপলক্ষে ২৭ আগস্ট দুপুরে কো¤পানিটির সুজন বীমা ডিভিশন এর কক্সবাজার উত্তর ঈদগাহ অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয়েেছ ৪০০৫৮ সার্ভিস সেলের মাসিক উন্নয়ন সভা।
‘প্রগ্রেসিভ জীবন আর্থিক নিরাপদ জীবন’ এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঈদগাঁও নিউজ ডটকমের প্রকাশক ও চেয়ারম্যান, সুজন-সুশাসনের জন্য নাগরিক ঈদগাঁও থানা শাখার সাধারন স¤পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে ইনসুরেনস কো¤পানী সমূহের ভূমিকা অপরিসীম। দেশে সরকারি-বেসরকারি মিলে ৭৯টি ইনস্যুরেনস কো¤পানি প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। যা দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করছে।
তিনি বলেন ইনসুরেনস কো¤পানি মাঠ পর্যায়রে কর্মকর্তাদের ব্যাপারে সাধারণ গ্রাহক সমাজের আস্থার অভাব থাকলেও সব ইনস্যুরেনস কো¤পানি কে অসৎ বলা যাবে না। তবে কোন কো¤পানি গ্রাহকদের সঠিক পরিসেবা দিচ্ছে তা নিজেদের কে খুঁজে বের করতে হবে। অন্যথায় এক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েেছ।
ইনসুরেনসটির ঈদগাঁও অফিসের সিনিয়র কর্মকর্তা মাইনুল ইসলামের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ পূরব গ্রাহক সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য দেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম-স¤পাদক রাশেদুল আমির চৌধুরী ও স্থানীয় সংবাদকর্মী মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেনস ঈদগাঁও অফিসের ইনচার্জ, মানবাধিকার নেত্রী রাবেয়া খানম।
আব্দুল জব্বারের পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শেষে প্রধান অতিথি ও অন্যান্যরা বীমার চেক হস্তান্তর করেন। দুইজন গ্রাহককে প্রায় এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।
গ্রাহকরা হচ্ছেন ঈদগাঁও জাগিরপাড়ার ওসমান গনি এবং ভাদীতলার নুরজাহান। বাসস্টেশনের হাজী শফিক শপিং সেন্টারের তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহক ও কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদা বেগম, নুর আয়েশা, আরজিনা বেগম, এরশাদুল হক, মোবিনা আক্তার, শাহানা আক্তার প্রমুখ।
সিনিয়র কর্মকর্তা মাইনুল ইসলাম তার বক্তব্যে বলেন ২০০০ সাল থেকে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেনস কো¤পানি দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক সেবা দিয়ে আসছে। সংস্থাটি শতশত গ্রাহককে আস্থা অর্জনে সক্ষম হয়েেছ।
Posted ৯:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy