মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২৫ আগষ্ট) :: কক্সবাজার ঈদগাঁও বাজারে সংঘটিত ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। কক্সবাজার মডেল থানায় মামলাটি দায়ের করেন পুলিশ তদন্ত কেন্দ্রের ২য় কর্মকর্তা হামলায় আহত দেবাশীষ সরকার।
এতে প্রধান আসামী করা হয়েছে জালালাবাদ ১নং ওয়ার্ড মেম্বার মোক্তার আহমদকে। মামলায় অজ্ঞাতনামাসহ সর্বমোট ২৫/২৬ জনকে আসামী করা হয়েছে বলে জানান তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই মো. খায়রুজ্জামান।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় এ পর্যন্ত ৩জন আটক হয়েছে। তবে উক্ত মামলায় চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদকে আসামী করা হয়নি।
আটকরা হচ্ছে সওদাগর পাড়ার রমজান আলীর পুত্র আহত উজির আলী, ইমাম উদ্দীন এবং বাইগ্যা।
২৫ আগষ্ট রাতে উক্ত মামলাটি নথিভূক্ত করা হয়। মামলার বাদী টু-আইসি দেবাশীষ সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
অন্যদিকে যাকে কেন্দ্র করে উক্ত ঘটনার সূত্রপাত হয়েছিল সেই আহত মিজানুর রহমান (হাসপাতাল মালিক) এর পক্ষ থেকে মডেল থানায় একটি এজাহার দায়ের করা হলেও তা এখনো মামলা হিসাবে এন্ট্রি হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। এ পক্ষের কোন বক্তব্যও পাওয়া যায়নি।
Posted ১১:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy