এম আবুহেনা সাগর,ঈদগাঁও(১১ জানুয়ারী) :: সদরের ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া ক্রীড়া সংস্থার উদ্যোগে সিক্স সেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ১১ জানুয়ারী পড়ন্ত বিকেলে স্থানীয় মাঠে এ খেলা অনুষ্টিত হয়।
এ টুনামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাইফুর রহমান লিমন,ছাত্রনেতা আতিকুর রহমান জিসান, আসহাবুন মুবিন মাহিন। এতে উপস্থিত ছিলেন-লেডু,হামিদসহ এলাকার বিপুল সংখ্যক লোক জন।
এ টুর্নামেন্ট সওদাগর পাড়াকে পরাজিত করে দক্ষিন মাইজ বিজয় ছিনিয়ে নিয়ে এলাকার সম্মান বয়ে আনে। এ খেলা উপভোগ করেন ক্রীড়াপ্রেমী লোকজন। খেলা শেষে জয়ী সহ দুই দলের অধিনায়কের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy