মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওতে প্রাইভেট কারের ধাক্কায় টমটম চালক সহ তিন জন আহত হয়েছে।
২২ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চান্দের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী প্রাইভেট কার বর্নিত এলাকায় পৌঁছূলে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় শিকার হয়ে গাড়ীটি খাদে পড়ে যায়।
এতে টমটম চালক সহ তিন জন আহত হয়।
খবর পেয়ে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
ঈদগাঁও ট্রাফিক পুলিশের কর্মকর্তা টি,আই পলাশ সড়ক দূর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি রামু থানাা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
Posted ১১:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy