শাহিদ মোস্তফা শাহিদ,সদর(২৪ জানুয়ারী) :: কক্সবাজার সদরের ঈদগাঁওতে পৃথক ঘটনায় একজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছে।
২৪ জানুয়ারী বিকাল ১ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও আলমাছিয়া গেইটের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক টমটম চালক নিহত হয়েছে।
সে চৌফলদন্ডী মাইজ পাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র আরমান উদ্দীন(১৭)। আহতরা হল একই এলাকার নুর আহম্মদের পুত্র সোহেল(১৬) ও প্রতিবেশী রশিদ আহম্মদ (৫৫) বলে জানা গেছে।
চৌফলদন্ডীর চেযারম্যান ওয়াজ করিম বাবুল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতরা টমটম যোগে ভারুয়াখালীতে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে বর্ণিত স্থানে পৌছলে চট্টগ্রাম মুখী কাভার্ড ভ্যান গাড়ীটি সজোরে ধাক্কা দিলেই ঘটনাস্থলে টমটম চালক মারা যায়।
আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্ঠান হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘাতক ভ্যানটি ডুলহাজারা হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Chy