মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(১৭ অক্টোবর) :: কক্সবাজার ঈদগাঁওতে হত্যা প্রচেষ্টায় দায়েরকৃত মামলার প্রধান আসামীকে আটক করেছে পুলিশ।
১৭ অক্টোবর সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে তদন্ত কেন্দ্র পুলিশ ইসলামাবাদের ফকিরা বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটক মোহাম্মদ রাশেদ প্রকাশ পুতুইয়া (২৩) উক্ত ইউনিয়নের খোদাইবাড়ীর নুর আহমদ ড্রাইভারের পুত্র। সে কক্সবাজার মডেল থানায় দায়েরকৃত ৩৮/৯৭১ নং মামলার এজাহার নামীয় প্রধান আসামী।
১৬ অক্টোবর থানায় এ মামলাটি দায়ের করেন একই ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মীর আহমদের পুত্র ভূক্তভোগী আবদুর রহমান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে আটক যুবক এজাহারদাতা আবদুর রহমানের উপর ঈদগাঁও বাসস্টেশনস্থ নুরুল কবির মাইক সার্ভিসের সামনে সশস্ত্র দলবল নিয়ে অতর্কিত আক্রমণ চালায়। এসময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও তার ব্যবহৃত ৫ হাজার টাকা মূল্যের সিম্ফনী মোবাইল সেট ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এজাহারে অভিযোগকারী হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর এ হামলা চালানো হয় বলে উল্লেখ করেন।
উক্ত মামলার অন্যান্য আসামীরা হচ্ছে আটক যুবকের ভাই মোহাম্মদ ইমন (২১), নুর আহমদ ড্রাইভার (৫৫) ও ফকিরা বাজার কাঞ্চনমালা রোডের নুরুল আলমের পুত্র তারেক (২৫)। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ঈদগাঁও তদন্ত কেন্দ্র এসআই জাহাঙ্গীর আলমকে।
জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা এজাহার নামীয় প্রধান আসামীকে আটক করে কোট হাজতে পাঠানো হয়েছে বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। তিনি এও বলেন যে, তার বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy