মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(৩ নভেম্বর) :: কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নম্বর ব্যবহার করে ঈদগাঁওর এক প্রধান শিক্ষকড় ও জে এস সি পরীক্ষার কেন্দ্র সচিব থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভুগি শিক্ষক কক্সবাজার মডেল থানা ও বিকাশ কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার এর অফিসিয়াল মোবাইল নম্বর থেকে উপজেলা নির্বাহি অফিসার পরিচয় দিয়ে গতকাল সকালে জেএসসি পরীক্ষা চলাকালে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক ও জেএসসি পরীক্ষা কেন্দ্র কক্স -৪ এর কেন্দ্র সচিব এ, কে, এম আলমগীর কে ফোন করে জানানো হয় যে, তার বিদ্যালয়ের নামে দুইটি কোরআই ৫ ল্যাপটপ মঞ্জুর করা হয়েছে।
ল্যাপটপ দুটি বিকেল চারটায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গ্রহণ করতে হবে।
এ সময় ল্যাপটপ প্রদানের সার্ভিস চার্জ ০১৭৪৯৯৯৬১৬৯ নম্বরে বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। পরে অফিশিয়াল ফোন নম্বরে কল না করে আরেকটি নাম্বারে( ০১৭২২৬০৫৯৭৮) কল করতে বলা হয়।
উক্ত কেন্দ্রসচিব সরল বিশ্বাসে স্থানীয় এক এজেন্ট নাম্বার হতে ওই ব্যক্তির চাহিদা মতে দুদফায় মোট ১৪৭৯০/ টাকা বিকাশ করেন। শেষে ওই একই ব্যক্তি আবারো ফোন করে ১৫ হাজার টাকা দাবি করলে তার সন্দেহ হয়। সাথে সাথে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের ওই নাম্বারে ফোন করে জানালে তিনি সকাল থেকে তাকে কোন ফোন করেনি বলে জানান এবং প্রতারণার শিকার হয়েছে বলে উল্লেখ করেন ।
এ নিয়ে ভূক্তভোগী প্রধান শিক্ষক বিকাশ হেল্পলাইন অভিযোগ দিয়েছেন । অভিযোগ নম্বর ২২৪৪৯৯৩ ।অন্যদিকে এ প্রতারককে চিহ্নিত করে বিধি মতে ব্যবস্থা গ্রহণের আশায় কক্সবাজার মডেল থানায় ও একই দিন একটি লিখিত অভিযোগ দেন তিনি।
Posted ৩:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy