মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(৯ অক্টোবর) :: কক্সবাজারের ঈদগাঁওর নদীতে ডুবে যাওয়া বেলাল ৮ দিনেও উদ্ধার হয়নি। ভোমরিয়াঘোনা ফরেষ্ট অফিস সংলগ্ন কাছারী কূম এলাকায় ২ অক্টোবর বিকেলে মাছ শিকার করা অবস্থায় সে ডুবে যায়।
নিখোঁজ ব্যক্তি স্থানীয় ৯নং ওয়ার্ড শিয়া পাড়ার আবদুল আজিজের পুত্র। সে ১ সন্তানের জনক। পাশর্^বর্তী ইউনিয়ন জনপ্রতিনিধি নাছিমা আক্তার ও সাবেক মেম্বার জসিম উদ্দীন জানিয়েছিলেন, বেলাল অন্য ৫ জনের সাথে ঈদগাঁও নদীতে জাল নিয়ে মাছ শিকারে যায়।
সিলিম্বা নামক স্থান থেকে মাছ শিকার করতে করতে এক পর্যায়ে তারা কাছারী কূমে চলে আসলে বেলাল পানিতে ডুবে যায়। বিকেল আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে।
দীর্ঘক্ষণ তার খোঁজ না পাওয়ায় সঙ্গীয় লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুজি করতে থাকে। খবর পেয়ে কক্সবাজার ও চকরিয়া থেকে দমকল বাহিনী এবং চট্টগ্রাম থেকে ডুবুরী দল এসেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফরেষ্ট অফিসের দোকানদার জয়নাল আবেদীন জানান, কূমটি খুবই গভীর। আগেও কয়েকবার উক্ত কূমে অনুরূপ ঘটনা ঘটে। সন্তানের আশায় বৃদ্ধ পিতা প্রতিদিন কাছারী কূম এলাকায় এসে আহাজারী করতে থাকেন বলে জানা গেছে।
এদিকে দীর্ঘ ৮দিনেও বেলালের কোন খোঁজ না পাওয়ায় পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা পিছু ছাড়ছে না।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy