মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফামা প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মোহাম্মদ নুরুল হাকিম।
সংগঠনের সদস্য সচিব ইকরামুল হকের সঞ্চালনায় কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের নাম ঘোষণা করেন প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা ও পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনিস মোঃ আব্দুল্লাহ। প্রাক্তন ছাত্র পরিষদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন অত্র সংগঠনের উপদেষ্টা ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ ইসহাক এবং অরবিট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ হাকিম আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী মিজানুর রহমান।
ঘোষিত কমিটিতে ভোমরিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল হাকিম (দাখিল-১৯৯৬)কে সভাপতি এবং ইকরামুল হক (দাখিল-২০০১)কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সহ-সভাপতিরা হলেন শফিকুল ইসলাম, হাকিম আলী, সাইফুল হক এমইউপি, মিজানুর রহমান আজাদ, হাফেজ মিজানুর রহমান, সাহাব উদ্দিন, নাজমুল হোসাইন সাজেদ, হাফেজ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব উদ্দিন ও মোঃ মিসবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন ইবনে হোসাইন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তারেকুল মোরশেদ ও রাশেদ কামাল রাশেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ শোয়াইব তাহের শিকদার, সহ-অর্থ সম্পাদক তাওহীদুল ইসলাম তোহা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মঈন উদ্দিন, সহ দপ্তর সম্পাদক আবু জিয়া মোহাম্মদ রেফাজ, তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আয়াছুর রহমান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরওয়ার কামাল, সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম খলীল (শামীম), সহ সমাজকল্যাণ সম্পাদক শফিউল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, মাদ্রাসা ও ছাত্র কল্যাণ সম্পাদক সানা উল্লাহ আল হাবিব।
নির্বাহি সদস্যদের মধ্যে রয়েছেন আকতার কামাল, বেলাল উদ্দিন, আব্দুল আলীম, আবু নোমান মোহাম্মদ মাসুদ রানা, বেলাল উদ্দিন আযাদ, নুরুল আমিন, আজিজুল ইসলাম, এনামুল হক, ওসমান গনি, মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজ, মামুনুর রশিদ, শাহেদুল ইসলাম রোকন, বোরহান উদ্দিন, মোহাম্মদ ইয়াকুব, মোঃ নুরুল আলম, মোঃ কাউসার হামিদ, মোঃ জয়নাল আবেদীন, মুনির আহমেদ, মামুনুর রশিদ, শাহেদুল ইসলাম শাহেদ ও মোহাম্মদ জুবাইর। উল্লেখ্য, ২০২১ ইংরেজিতে এ সংগঠনটির যাত্রা শুরু হয়।
বিগত রমজান মাসে পবিত্র ইফতার মাহফিল সহ বেশ কিছু আয়োজন করেছে এ সংগঠন। এদিকে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হচ্ছে। আগামীতে পুনর্মিলনীর আয়োজন সহ নানা কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে।
Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy