এম আবুহেনা সাগর,ঈদগাঁও(৪ নভেম্বর) :: কক্সবাজার সদর মড়েল থানার আওতাধীন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে নবাগত ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো: আসাদুজ্জামান।
তিনি টাঙ্গাইলের উত্তর ঘাটাইল এলাকার মৃত মুসলেম উদ্দিনের পূত্র। মো: আসাদুজ্জামান এস বি ঢাকা থেকে ২রা নভেম্বর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।
তিনি জানান,মাদক,সন্ত্রাস,অবৈধ অস্ত্রধারীসহ নানা অপরাদ অপর্কমের বিরুদ্বে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। এলাকার লোকজনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Posted ৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy