মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(২১ জুন) :: কক্সবাজার ঈদগাঁও বাজারের সুপারী গলির ড্রেন
উঁচুকরণ ও ইট বিছানোর কাজ শুরু হয়েছে ।
অন্যদিকে শুঁটকি বাজারের গুলিও উঁচু করা হয়েছে। স্থানীয় ব্যবসয়ীদের সহায়তায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ এ উদ্যোগ নিয়েছে ।
১নামবার ওয়ার্ড মেম্বার মোক্তার আহমদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে ১৪/১৫ জন শ্রমিক সুপারি গলির উঁচু করণ কাজ শুরু করেছে ।বিদ্যমান চওড়ায় এটি ১৫ ফুট উঁচু করা হবে । ড্রেন টি ঈদগাঁও নদী পর্যন্ত গিয়ে শেষ হবে ।
তার মতে এ কাজে আনুমানিক ২লক্ষ টাকা খরচ হতে পারে । উক্ত টাকা স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে ব্যবসথা করা হবে । পাশাপাশি সুপারি গলি সড়কে ইট বিছানো হবে । স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, প্রায় সময় ড্রেনটি ময়লা আবর্জনায় ভরা থাকে ।
এতে একটু বৃষ্টি হলেই পার্শ্ববর্তী পান ও তরকারি বাজারে পানি জমে যায় । যা ব্যবসা-বাণিজ্য ও সাধারণ পথচারীদের দূরভোগের সৃষ্টি করে । অন্যদিকে সুপারি গলি সড়কটিতে সামান্য বৃষ্টিতেই লোকজন কে চলাচলে দারুন দূরভোগ পোহাতে হয় । এদিকে শুঁটকি বাজারের একটি গলি ও ইতোমধ্যে আগের চেয়ে উঁচু করা হয়েছে ।
এতে ঐ স্থানে এখন থেকে পানি জমে থাকার সম্ভাবনা নেই বলে জানান উপস্থিত শুঁটকি ব্যবসায়ীরা । বিকেলে সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, মেম্বার মোক্তার আহমদ ও মেম্বার নুরুল আলম । তাদের মতে কয়েক দিনের মধ্যে ড্রেনের কাজ শেষ হতে পারে ।
Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy