এম আবুহেনা সাগর,ঈদগাঁও(২ নভেম্বর) :: জেলা সদরের বৃহৎ বানিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারে দিবালোকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। চোর দল ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ ও দুইটি বিকাশের মোবাইল নিয়ে গেছে।
২ নভেম্বর বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে মাতবর মার্কেটে তাসনিম ইলেক্ট্রিক নামক এক দোকানে। তবে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের মতে,ঘটনার ৫/১০ মিনিট পুর্বে দোকানের কর্মচারীরা চাটার টেনে দিয়ে জুমার নামাজ আদায় করতে যায়।
এসময় দোকানটি তালাবদ্ধ ছিলনা। এমন সময়ে চোরের দল দোকানে প্রবেশ করে ক্যাশ বক্সের তালা ভেঙে রক্ষিত নগদ ৯ লাখেরও অধিক টাকা,দুইটি বিকাশের মোবাইল নিয়ে যায়। নামাজ শেষে কর্মচারীরা এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা।
এদিকে দিনদুপুরে চুরি সংগঠিত হওয়ায় অপরাপর ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। ঘটনার পরপর বাজার কমিটির সভাপতি সিরাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কক্সবাজার প্রতিদিনকে দিবা লোকে দোকান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, তারই বেশ কিছুদিন পূবে ডিসি সড়কের পূবানী হোটেলের সামনে আরো একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে রাত্রে চোরের দল নগদ অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে গিয়েছিল।
Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy