মোঃ রেজাউল করিম, ঈদগাঁও( ১ অক্টোবর) :: ককসবাজার সদর উপজেলার ঈদগাও বাজারের মসজিদ মার্কেটের দোতলায় হোটেল (চা-দোকান) ভাড়া দেয়াকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ও মুসল্লীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, বাণিজ্যিক এলাকা ঈদগাঁও বাজারের কেন্দ্রস্থলে রয়েছে আধুনিক মানসম্পন্ন সুবিশাল মসজিদ। যা বৃহত্তর ঈদগাও এলাকার কেন্দ্রীয় মসজিদ হিেেসবে সু-পরিচিত। উক্ত মসজিদের নিজ¯^ সম্পত্তি হিসেবে চর্তুদিকে অর্ধশতাধিক ব্যবসায়িক প্রতিষ্টান রয়েছে।
এর মধ্যে দক্ষিণ পার্শ্বে দোতলার অংশবিশেষে সেবা ডায়াগনস্টিক সেন্টার নামক একটি প্রাইভেট হাসপাতাল দীর্ঘদিন ধরে ব্যবসা চালানোর পর সম্প্রতি বিপুল পরিমান টাকা বকেয়া রেখে তারা ব্যবসা প্রতিষ্টান গুটিয়ে ফেলে। তৎস্থলে নতুন একটি ভাড়াটিয়া আসে।
জানা যায়, দোতলায় ওই ভাড়াটিয়া চা-দোকান করার জন্য প্রয়োজনীয় কাজকর্ম চালাচ্ছে। এদিকে মসজিদ মার্কেটে কোন প্রকার চুলায় চালিত ব্যবসায়িক প্রতিষ্টান না দেয়ার জন্য কমিটিতে বিধি নিষেধ রয়েছে।
তাছাড়া পরিচালনা কমিটির শুধু একজন সদস্য ছাড়া অন্যান্য সদস্যবৃন্দ মসজিদ মার্কেটে চা-দোকান ভাড়া দেয়ার খবর জানে না। এমনটি ¯^ীকার করলেন নাম প্রকাশে অনিচ্ছুক মুসল্লীগণ।
এছাড়া মার্কেটের ছাদের নীচের ভাড়াটিয়া দোকানদাররা জানান যদি দোতলায় কয়লা বা লাকড়ীর চুলা জালানো হয় তবে ভবনের স্থায়িত্ব কমে যাওয়ার পাশাপাশি নিচে প্রচুর তাাপের সৃষ্টি হয়ে অবস্থান করাটাও মুশকিল হয়ে পড়বে। মসজিদ কমিটির সহ-সভাপতি লিয়াকত নুর চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান উক্ত স্থানে চা-দোকান ভাড়া দেয়ার বিষয়টি সম্পর্কে আমি এ পর্যন্ত কিছুই জানি না। তবে কয়লার চুলা জালানো উচিত হবে না।
দোতলায় চা-দোকান করার ফলে আজেবাজে আড্ডা অপরিস্কারের কারণে পবিত্রতা বিনষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ বিঘœ হবে বলে অনেকেই জানান। এ ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
Posted ১:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Chy