মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জ এলাকা থেকে শুক্রবার একটি ড্রেজার মেশিন ও ১ শত ফুট পাইপ জব্দ করা হয়েেছ।
পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টাকালে মাছুয়াখালী বিটের কানছিরাঘোনা এলাকায় সরকারি সংরক্ষিত বনের খালে এ অভিযান চালানো হয়।
জড়িতদের বিরুদ্ধে পি ও আর বন মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেহেরঘোনা বন রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া।
অভিযানে মেহের ঘোনা, কালিরছড়া ও মাছুয়াখালী বনবিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
Posted ১১:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy