মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২৫ জানুয়ারী) :: সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। এতে সর্বোচ্চ ভোট পেয়েছে প্রথম হয়েছে দশম শ্রেণীর মুবিনুর রহমান। শ্রেণি প্রতিনিধির মোট ৭ টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
২৫ জানুয়ারি সকাল থেকে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন শুরু হয়।
বিজয়ী প্রার্থীরা হচ্ছে নবম শ্রেণীর রায়ছাত জাহান পুতুল (দ্বিতীয়), অষ্টম শ্রেণীর সারজিল সাদিক নাহিয়ান (তৃতীয়), ষষ্ঠ শ্রেণির মোহতাশিম জারিফ (চতুর্থ), একই শ্রেণীর শারহান সরোয়ার (পঞ্চম), অষ্টম শ্রেণীর আবু ইসায়েদ ইসমাম (ষষ্ঠ) ও দশম শ্রেণীর ইফরাত মাহমুদ সাজেদ (সপ্তম)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সপ্তম শ্রেণীর রিয়াজ উদ্দিন। বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার তাওসিফ রহমান তামিম।
উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জয়নব মোশরফা তাবাচ্ছুম ও নির্বাচন কমিশনার ফারহান সাদিক। মোট ভোটার সংখ্যা ছিল ১০৬৭ জন। ভোট প্রদান করেছে ৬৮৫ জনে। বাতিল হয়েছে ১০ ভোট। ভোট গ্রহণ করে পাঁচ জন প্রিজাইডিং অফিসার ও দশ জন পুলিন অফিসার। নির্বাচনে মোট প্রার্থী ছিল ১১ জন। মোট বুথ ছিল পাঁচটি। প্রতি বুথে দুইজন শিক্ষক এবং চারজন করে শিক্ষার্থী দায়িত্বে ছিলেন।
এছাড়া প্রত্যেক ভোটার লাইনে স্কাউট ও গার্ল গাইডের তিনজন করে শিক্ষার্থী শৃংখলার দায়িত্বে ছিল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত। সহ তত্ত্বাবধানে ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
নির্বাচন কমিশনকে সহায়তা করেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক দেলাওয়ার হোসাইন ও ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারি শিক্ষক দেলওয়ার হোসেন।
বুথে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, আব্দুল মজিদ খান, নুরুল কবির, পূরণাম পাল, তারিকুল হাসান তারেক, আব্দুল খালেক, হিয়া মুসতারী, ইউনুস মিয়া, আব্দুস সালাম হেলালি, আনিসুর রহমান, শেখর কান্তি দে, রিমা পাল, মোজাম্মেল হক, গিয়াস উদ্দিন বাহার, রফিকুল ইসলাম, রুহুল আমিন ও আবু বক্কর সিদ্দিক।
নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (শিশু) ও ঈদগাঁও জমজম হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার আব্দুর রহিম আমানি, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য শামীমা আক্তার আব্দুর রহিম মুন্সী , মিসেস আব্দুর রহিম আমানি, আইনজীবি সহকারি মিজানুর রহমান, অভিভাবক আব্দুস সালামসহ অনেকে। উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদ সভাপতি মাহমুদুল করিম যাদু।
বুথ স্থাপন, ভোটগ্রহণ ও আনুষঙ্গিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দেন অফিস সহকারি এম, শামসুল আলম, সরকারি অফিস সহকারী ফাতেমা আক্তার, কর্মচারী বাবুল দে, সোনাধন মল্লিক, জুনিয়র বাবুল, আলপনা পাল ও সুনন্দ জলদাস।
Posted ১১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy