মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(৩১ আগষ্ট ) :: কক্সবাজার সদরের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েেছ। আজ ৩১ আগস্ট বাদে মাগরিব ৮ সংরক্ষিত মহিলা আসনের(৩০৮) সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ এর উদ্বোধন করেন।
এডিপি বিশেষ বরাদ্দের ২০ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় মাঠ ভরাট ও ড্রেন নির্মাণসহ অন্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে। সরকারের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও ঈদগাঁওর কৃতিসন্তান হেলালুদ্দীন আহমদ এ বিদ্যালয়রে উন্নয়নে উক্ত টাকা প্রদান করেন। যা কক্সবাজার জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়তি হচ্ছে।
এ সময় জেলা পরিষদের প্রধান নিরবাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, কক্সবাজার সদর উপজেলা নিরবাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ মারুফ, জেলা পরিষদের সদস্য ও আদর্শ উচ্চ বিদ্যালয়রে সভাপতি মাহমুদুল করিম মাদু, জেলা পরিষদের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাষ্টার নুরুল আজিম, বিদ্যালয়রে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক লুৎফুর রহমান আজাদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম মেম্বার, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সচিব আলতাজ আহমদ, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সাধারণ স¤পাদক হাসান তারেক ও শিক্ষক কর্মচারীসহ মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy