মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় করোনার টিকা প্রদানের নতুন একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ কেন্দ্রটি নির্ধারণ করে চিঠি ইস্যু করেছে।
এতে স্থানীয় বারোটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারবে।
ঘোষিত সিডিউল মতে এ কেন্দ্রে টিকা প্রদানের নির্ধারিত তারিখ হচ্ছে ২৫ ও ২৯ জানুয়ারি।
কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ কেন্দ্রে ৫৪০৪ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ এর টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত জানান, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনা মতে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে টিকা সংরক্ষণ করার উপযোগী প্রয়োজনীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে।
এদিকে দেরিতে হলেও কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় ঈদগাঁওতে টিকার স্থান নির্ধারণ করায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
Posted ১:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy