মো: রেজাউল করিম,ঈদগাঁও(২৩ জানুয়ারি) :: কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
২৩ জানুযারী সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্টাতা ও সভাপতি কামরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আমিন হেলালীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ, কর্ণেল (অবঃ )ফোরকার আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আবদু সালাম, শামিম শহিদ, পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ, স্কুলে র প্রধান শিক্ষক শহিদুল হক,সহকারী প্রধান শিক্ষক আবছার উদ্দিন, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম, আবু হেনা সাগর, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা।
বিদায় উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় স্মারক প্রকাশ করা হয়।
Posted ১১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy