কামাল শিশির,ঈদগড়(১৯ জানুয়ারী) :: কক্সবাজার রামুর ঈদগড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নির্দেশে (১৯ জানুয়ারী) রোববার সকাল ১০ টায় রামু থানার এএসআই মোর্শেদ আলম ও ঈদগড় পুলিশ ফাঁড়ির আইসি শাহাবুদ্দীন এক বাল্য বিবাহ পন্ড করেন।
জানা যায়, ঈদগড় শিয়াপাড়া এলাকার বজল আহম্মদ এর ছেলে রবিউল (১৫) এর সাথে পূর্ব হাছনাকাটা গ্রামের শামশুন্নাহার এর মেয়ে কুলসুমা আক্তার (১৪) এর বিয়ের দিন ধার্য্য ছিল। তবে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার হস্তক্ষেপে বরপক্ষ কনের বাড়িতে যাওয়ার আগেই বাল্য বিয়েটি বন্ধ হয়ে যায়।
পরে ছেলের বাবাকে( ইউএনও’র) নির্দেশে রামু থানার এএসআই মোর্শেদ আলম গ্রেফতার করে ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভূট্টোর কাছে সোর্পদ করলে ছেলের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে করাবে না মর্মে বাবা বজল আহম্মদ ও পরিবারের লোকজন লিখিত ভাবে অঙ্গীকার নামা প্রদান করে মুছলেখা দিয়ে ছাড়া পায় আটক বজল আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে বাল্য বিবাহ পন্ড করায় সাধুবাদ জানিয়েছেন ঈদগড়ের সর্বস্তরের জনসাধারণ।
পাশাপাশি ইউএনওর সার্বিক কর্মকান্ডে পুরো রামুতে বাল্য বিবাহ, অবৈধ বালু উত্তোলনসহ অপরাধ মুলক কার্যক্রম দিন দিন কমে যাচ্ছে।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy