কামাল শিশির,ঈদগড়(২৪ জুলাই) :: কক্সবাজার রামুর ঈদগড় ৮নং ওর্য়াড় কোনারপাড়া সড়কের অবস্থা খুবই নাজুক। মনে হয় যেন সড়ক নয় চাষাবাদের জমি। ইচ্ছে করলে এ মুর্হতে উক্ত সড়কে চাষাবাদ করা যাবে।
চলতি বর্ষায় স্থানীয় ইউপি সদস্য মনিরুজজামান কাদাঁ মাটি দিয়ে সড়কটির এ বেহাল দশা করেছে। কি করবে এলাকার লোকজন এখন।
এ সড়কে বর্তমানে যান চলাচল তু দুরের কথা জন সাধারণও ঠিকমত চলাচল করতে পারছেনা। ফলে জন দূর্ভোগ চরম আকারে দেখা দিয়েছে।
২৪ জুলাই দুপুরে সরজমিন পরিদর্শনে রাস্তাটির এ বেহাল দশা দেখা যায়।কাচাঁ এ সড়কটির মনে হয় অভিভাবক থেকেও নেই।গ্রামের নারী-পুরুষ প্রতিনিয়ত নানা ঝুকিঁ নিয়ে বহু কষ্টে যাতায়ত করছে।
শুধু তা নয় স্কুল,কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কষ্ট আরো বেশি। তারা বই,খাতা,কলম ও স্কুল ড্রেস ফরে আসার সময় পা পিছলে পড়ে গিয়ে কাদা মাটিতে পুরু শরির একাকার হয়ে যায়। চলতি এ বর্ষায় রাস্তাটি কাদা মাটিতে ভরপুর রয়েছে। তাই জন চলাচলে চরম দূর্ভোগ দেখা দিয়েছে।
স্বাধীনতার পর থেকে এ সড়কটিরও তেমন কোন উন্নয়ন হয়নি। চলতি এ বর্ষায় কত কষ্ট করে লোকজন চলাচল করছে তা সরজমিন না দেখলে বোঝা যাবেনা। এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল আলমের বাড়ী হলেও তাহার কোন মাথা ব্যাথা নেই রাস্তাটি মেরামতে।
কলেজ ছাত্র বোরহান উদ্দিন রব্বানী জানান,রাস্তাটির বেহাল দশার কারণে গ্রামের লোকজন খুবই কষ্ট করে চলাচল করছে। শীঘ্রই সড়কটি সংস্কার করে জন দূর্ভোগ লাঘব করার জন্য সংশ্লীষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ।