কামাল শিশির,ঈদগড়(৮ আগস্ট) :: কক্সবাজার রামুর ঈদগড় জুম পাড়ায় ১একর ৪৮ শতক জমিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে ঈদগড় জুমপাড়া এলাকার মৃত ফয়েজ আহমদের পুত্রসহ ৮জন কতৃক এম আর মামলা নং ৫৫৩/২০ একই এলাকার আনু মিয়ার পুত্র শামুশুল আলমসহ ১৯জনের বিরুদ্ধে মৌজা ঈদগড় বি.এস খতিয়ান ৬৭১এর বি.এস দাগ ২৮৫ এর আন্দর মোট ১একর ৪৮শতক জমিতে ১৪৪ ধারা মোতাবেক আবেদন করেন।
তারই প্রেক্ষিতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাজাহান আলি স্বাক্ষরিত একখানা আদেশ গত ২৯ জুলাই প্রদান করেন । যার স্মারক নং ৭৩৪।
পাশাপাশি সরেজমিন তদন্ত পুর্বক এসিল্যান্ড রামুকে মতামতসহ রির্পোট দিতে বলা হয় এবং ওসি রামুকে বিরোধীয় জমিতে শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে বলেন।
এরই প্রেক্ষিতে গত ৬ আগষ্ট রামু থানা এস আই সেলিম উদ্দিন জমির চর্তুদিকে লাল পতাকা দিয়ে ১৪৪ ধারা বিদ্যমান রাখেন। যা এখনো স্থিতিশিল রয়েছে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy