কামাল শিশির,ঈদগড় :: কক্সবাজার রামুর ঈদগড় জুমপাড়ায় নালিশী জমিতে ১৪৪ ধারা ভঙ্গ করে চাষাবাদ করেছেন বলে অভিযোগ করেন প্রতিপক্ষ।
প্রাপ্ত তথ্যে প্রকাশ,ঈদগড় জুমপাড়ার বাসিন্দা নুরুল আলম একই এলাকার শামশুল আলমসহ অন্যান্যদের বিরুদ্ধে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তাদের ৬৭১ বিএস খতিয়ানের ২৮৫দাগের বিরোধীয় জমিতে ১৪৪দ্বারা জারির জন্য মামলা করলে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আদালত ১৪৪ ধারা জারি করেন বলে জানান মামলার বাদী নুরুল আলম ও জমির অংশিদার জাফর আলম।
পাশাপাশি রামু থানা পুলিশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন আদালত।তারই প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি রামু থানা এস আই ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিবাধীদেরকে নোটিশ প্রদান করেন।
উক্ত জমিতে আইন অমান্যা করে চাষাবাদ করছেন প্রতিপক্ষ শামশুল আলমরা।
এমন অভিযোগ করে পুনরায় ২৭ ফেব্রুয়ারি রামু থানা ওসি বরাবর অভিযোগ করেন বাদি পক্ষ।
ওসি আজমিরুজ্জামান ঈদগড়ে দায়িত্বরত এস আই ফয়জুর রহমানকে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
অভিযুক্ত শামশুল আলম জানান, উক্ত জমিতে দীর্ঘ বছর ধরে তাদের বসবাস রয়েছে। পাশাপাশি অনুমতি দখলসহ বসতবাড়ি রয়েছে। যা আদালতসহ সবাই জানে।
এছাড়া তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আমাদেরও মামলা চলমান রয়েছে এবং আমাদের জমিতে আমরা চাষাবাদ করেছি। তাদের জমি প্রমাণ হলে আমরা আইন মানতে বাধ্য।
এব্যাপারে বাদি পক্ষ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Posted ১২:০১ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy