মোসলেহ উদ্দিন,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় মুজিববর্ষে হতদরিদ্র, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ থমকে গেছে।
গৃহহীণদের ১৫টি ঘরে তালা ঝুলিয়েছে উপজেলা প্রশাসন।
ঘটনাটি ঘটেছে উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন এলাকায়।
স্থানীয় দায়িত্বশীলদের স্বজপ্রীতি ও উৎকোচ বানিজ্যের কারণে প্রকৃত দূস্থ্যদের ভাগ্যে জুটেনি বিনামুল্যে গৃহীণদের কাছে বরাদ্দকৃত ঘর। ঘর পেয়েছে সৌদি প্রবাসী।
এ নিয়ে আলোচনা আর সমালোচনা ঝড়ছে বইছে সারা উপজেলা জুড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসাইন সজীব সরেজমিন ঘটনাস্থল পরিদর্শণ করে ওই ইউনিয়নের ১৮টি গৃহের ১৫টিতে তালা ঝুলিয়েছেন। পরিদর্শণের সময় তিনটি গৃহের মালিক ছাড়া বাকিদের খুজে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শীদের, ঘরগুলো অর্থবিত্তরা বরাদ্দ পেয়েছে। তারা গরীবদের অধিকার বঞ্চিত করে হাতিয়ে নিয়ে লাখ টাকায় বিক্রয় করার অভিযোগ উঠেছে।
এসবের কয়েকটি ঘর ভাড়ায় প্রদান করার ঘটনাও ঘটেছে।
বিষয়টি নিয়ে সচেতন মহলে চাপা উত্তেজনা বিরাজ করছে।
তাদের দাবী একশ্রেণীর অসাধু দায়িত্বশীলদের এ অপকর্মের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। সরকারের সদ্বিচ্ছা গৃহহীণ ও ভুমিহীনদের ঘর পাওয়া থেকে বঞ্চিত করে অফুরণীয় ক্ষতি করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘর পাওয়া লোকদের কয়েকজন বেশ সম্পদশালী, একজন সৌদি প্রবাসী যার বহুভবন রয়েছে।
মুজিব শতবর্ষের আয়োজনে সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় দফা আশ্রয়ণ প্রকল্পের অধিনে উখিয়া উপজেলায় ২২০টি গৃহ অসহায় ভূমিহীন পরিবারকে জমিসহ উপহার দেওয়া হয়। এর মধ্যে হলদিয়ায় ১৮টি ঘরে ১৫টিই বেহাত হয়ে যায়।
রোববার দুপুরে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে। তাদের কে নোটিশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বরাদ্দ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ইউএনওর নির্দেশে ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যরা এসব ঘরে তালা দেওয়া হয়েছে। অনৈতিক বরাদ্দ পাওয়া প্রত্যেককে নোটিশ দেয়া হয়েছে।
Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy