বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের উখিয়ার থাইংখালী বন থেকে দুটি হাতি লোকালয়ে এসে পড়ে। পরে হাতি দুটিকে নিরাপদে আবার বনে ফেরত যেতে বাধ্য করেছেন বন বিভাগের কর্মী ও কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বিটের তেলখোলা বটতলী এলাকায় এই ঘটনা ঘটে।
উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, থাইংখালী বনাঞ্চলের পার্শ্ববর্তী লোকালয়ে এখন আম, কাঁঠাল ও ধান পাকার মৌসুম।
সকালে দুটি হাতি লোকালয়ে আসার খবর পেয়ে তাঁর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাতি দুটিকে বনে ফেরত পাঠিয়েছেন। প্রতিবছর এই সময় হাতির পাল লোকালয়ে আসে।
এদিকে হাতির লোকালয়ে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর হাতি দুটি দেখার জন্য এলাকায় ভিড় করে। গত বছরের ২৫ মে একই এলাকায় একটি হাতি এসেছিল। পরে বন বিভাগের কর্মীরা হাতিটিকে বনাঞ্চলে ফেরত পাঠান।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকার প্রায় ছয় হাজার একর বনভূমির গাছপালা ও পাহাড় কেটে বসতি তৈরি করেছে। এতে হাতির আবাসস্থল ও চলাচলের পথ নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্যসংকট তৈরি হয়েছে।
আগে সহজে হাতির দেখা পাওয়া যেত না।বর্তমানে রোহিঙ্গাদের চলাচলের পথগুলো নষ্ট হওয়ায় হাতির পাল এখন লোকালয়ে আসছে। তিনি আরও বলেন, হাতিগুলোর চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা এখনই প্রয়োজন। যেকোনো সময় হাতির পালের আক্রমণে লোকজনের প্রাণহানির আশঙ্কা আছে।
Posted ৪:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy