শহিদুল ইসলাম,উখিয়া(১২ জুন) :: কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুন) দুপুর ২টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ইনানী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ অানিসুর রহমান সত্যতা স্বীকার করে বলেন এখনো পযর্ন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রোববার (১০ জুন) ভোরে সাগরে মাছ ধরতে গিয়ে ১৬টি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় সর্বশেষ ১৬ জন নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে উদ্ধার করা মরদেহটি নিখোঁজ জেলেদের কেউ হবেন।
তিনি আরও বলেন, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার পরিচয় নিশ্চিতের জন্য বেতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রলার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে।
Posted ৭:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy