মোসলেম উদ্দিন,উখিয়া :: কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫) অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
বুধবার (১৩ নভেম্বর) এক মেইল বার্তায় বিষয় নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারি পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী৷
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-১৫ এর একটি দল উখিয়ার কুতুপালং দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে রাস্তার পাশে অভিযান পরিচালনা করে।
এসময় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-৭, ব্লক-এ-৩ (এস) এর নীর আহাম্মদ ও হালিমা খাতুনের পুত্র রোহিঙ্গা শফিক আলম(২৫) এবং উখিয়ার রাজাপালং ইউপি‘র ৪নং ওয়ার্ড এর পূর্ব দিঘলিয়া পাড়ার মোঃ কালু ও সিরাজ খাতুনের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৭)কে পালিয়ে যাওয়ার সময় আটক করে।
এসময় স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের পলিথিন ব্যাগ তল্লাশী করে মোট ৫ হাজার ৯৭০পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ২৯ লক্ষ ৮৫ হাজার টাকা।
র্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy