মোসলেম উদ্দিন,উখিয়া :: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী রহমতেরবিল নামক এলাকা থেকে সাড়ে ৪ কোটি টাকার দেড় লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে ৩৪-বিজিবি। এসময় পাচারকারী পালিয়ে যায়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক মেইল বার্তায় জানায়,৫ ডিসেম্বর শনিবার উখিয়ায় বালুখালী বিওপি’র নিয়মিত টহল দলের সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,এক ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা বড়ি নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র থ্যাইংখালী রহমতেরবিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে।
পরবর্তীতে শনিবার রাত সোয়া ১১টার সময় ৫/৬ জন চোরাকারবারী রহমতেরবিল এলাকা দিয়ে সীমান্ত হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘন কুয়াশার আড়াল নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি’র টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ১ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে । যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy