শহিদুল ইসলাম,উখিয়া(২৮ জুলাই) :: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী বটতলী বাজার নামক এলাকায় মিয়ানমারের জিরো পয়েন্ট থেকে মোটর সাইকেল যোগে ইয়াবার বড় চালান নিয়ে আসার সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ইয়াবা ও মোটর সাইকেল রেখে পালিয়ে গেছে জেলার আলোচিত ইয়াবা গডফাদার পালংখালী বাজার এলাকার মোঃ রাসেল উদ্দিন ও মৃতঃ আবুল মন্জুরের ছেলে বহু ডাকাতি মামলার পলাতক আসামী কালা মুন্না (প্রকাশ মুইন্না ডাকাত)।
২৭ জুলাই রাত ৯টার দিকে পালংখালী ইউনিয়নের মিয়ানমানের সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকা বটতলী দিয়ে মোটর সাইকেল যোগে ইয়াবার একটি বড় চালান নিয়ে আসার সময় এলাকাবাসীর সন্দেহ হলে ইয়াবা বহনকারী ২ যুবককে ধাওয়া দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার একপযার্য়ে কিছু ইয়াবা ও মোটর বাইক রেখে পালিয়ে যায় তারা। পালিয়ে যাওয়া দুই যুবক পালংখালী বাজার এলাকার মোঃ রাসেল উদ্দন ও অন্তঃ জেলা ডাকাত দলের প্রধান বহু মামলার পলাতক আসামী কালা মুন্না (প্রকাশ মুইন্না ডাকাত)।
তারা দীর্ঘ সময় ধরে সীমান্ত দিয়ে ইয়াবাসহ মাদকদ্রব্য চোরাচালান ব্যবসার সাথে জড়িত। রাসেল ও মুন্নার বড় বড় ইয়াবার সিন্ডিকেট রয়েছে বলে কয়েকটি সুত্র নিশ্চত করেছে।
খবর পেয়ে পালংখালী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসে উদ্ধারকৃত ইয়াবা ও মোটর সাইকেলটি ফাঁড়িতে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
৩৪ বিজিবির পরিচালক ইকবাল আহমদ বলেন, বালুখালী বিজিবির সদস্যরা একটি মোটর সাইকেল ও ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। শূক্রবার সকালে মোটর সাইকের মালিকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের সত্যতা স্বীকার করেন।
Posted ৫:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy