শহিদুল ইসলাম,উখিয়া(২৪ জুলাই) :: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৬ শ ৭৫ পিস ইয়াবা সহ এক নারী পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
সোমবার দুপুর ২ টার দিকে এ অভিযান চালানো হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৩ হাজার ৫ শ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নজরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী ষ্পেশাল সার্ভিস তল্লাশী চালিয়ে ইয়াবা সহ রাবেয়া বেগম (৩০) কে আটক করি।
আটককৃত নারী টেকনাফ উপজেলার ফুলের ডেইল এলাকার নুরুল ইসলামের স্ত্রী বলে বিজিবি জানিয়েছেন।
Posted ৭:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy