শহিদুল ইসলাম,উখিয়া(২৬ আগষ্ট) :: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবির জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা সহ ১ জন পাচারকারীকে আটক করেছে। আটককৃত পাচারকারীর বিরুদ্দে মামলা রুজু পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নজরুল ইসলাম বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ পাচারকারীকে আটক করে।
আটককৃত পাচারকারী হলদিয়াপালং ইউনিয়নের রুমখা মনি মার্কেট এলাকার মৃত মোজাহেরের ছেলে মোঃ কাসেম (২৫)। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
Posted ১০:২১ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy