শহিদুল ইসলাম,উখিয়া(২৬ জানুয়ারী) :: কক্সবাজার -টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহি অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে ১হাজার ৯শত ৪৫পিস ইয়াবা সহ এক আটক করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তি হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের লম্বা ঘোনা গ্রামের মো:শফির ছেলে মো:উল্লাহ (২০)।সোমবার বিকালে কক্সবাজারের রামু থানায় সোপদ্দ করা হয়।
মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন কুতুপালং হতে কক্সবাজার গামী যাত্রীবাহি অটো রিকশা তল্লাশী চালিয়ে ইয়াবা সহ একজন কে আটক করা হয়
Posted ৭:৩২ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy