শহিদুল ইসলাম,উখিয়া(৭ আগস্ট) :: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেক পোষ্টের বিজিবি জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২১৬০ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে।
সোমবার দুপুর ৩ টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত পাচারকারীকে কক্সবাজারের রামু থানায় সোপর্দ্দ করা হয়েছে।
মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নজরুল ইসলাম বলেন, টেকনাফ থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী এস আল বাস তল্লাশী চালিয়ে ইয়াবা সহ টেকনাফ উপজেলার পশ্চিম সাতঘটির পাড়ার মৃত কালা চানের ছেলে ফজল করিমকে আটক করি। এ সময় ১টি মোবাইল সেট ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫৩ হাজার ৫ শ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
৩৪ বিজিবির পরিচালক মঞ্জুরুল হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
Posted ১:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Chy