মোসলেম উদ্দিন,উখিয়া(১৭ আগস্ট) :: প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে বিজিবি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় উখিয়া-নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচারের সময় ১লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি।
সোমবার(১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ইয়াবা উদ্ধার করেছে বলে জানায় বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান,১৬ আগস্ট রাতে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি হতে ৯ সদস্য বিশিষ্ট একটি টহল দল উখিয়া উপজেলার সীমান্তবর্তী ৩নং ঘুমধুম ইউপি’র দক্ষিণ রেজুআমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে রাত ৮টায় ৬ জন চোরাকারবারী পাহাড়ী এলাকা দিয়ে মায়ানমার হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।
তৎক্ষণাৎ বিজিবি টহল দল তাদের জান-মাল, অস্ত্র ও গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে ৮ (আট) রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীগণ তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ৪ কোটি ২০লাখ টাকা। তবে এসময় কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি বলে তিনি জানান।
এই বিষয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান- মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Posted ১২:০১ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy