মোসলেহ উদ্দিন,উখিয়া(৪ জুলাই) :: উখিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে সামুদ্রিক মাছের আকাল দেখা দিয়েছে। অনেকেই শাক-সবজ্বি ডাল ভাতে মাছের ঘাটতি পূরণ করছে। সবজ্বির বাজারও ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মাছ বিক্রেতাদের অভিমত বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে মাছ আহরণ বন্ধ রাখায় হাটবাজারে মাছের এ অভাব দেখা দিয়েছে।
সম্প্রতি উখিয়ার ব্যস্ততম এলাকা কোটবাজার ও উখিয়া সদর দারোগা বাজার ঘুরে মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বাজারে পাঙ্গাস, তেলাপিয়া ও ছোট চিংড়ি ছাড়া কোন প্রকার সামুদ্রিক মাছ আসছে না সপ্তাহকাল ধরে।
মাছ ব্যবসায়ী ফরিদ আলম জানায়, প্রায় অর্ধ শতাধিক মাছ বিক্রেতা বাজারে মাছ ক্রয় বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। সামুদ্রিক মাছের অভাবে বেচা কেনা বন্ধ হয়ে যাওয়ার ফলে মাছ বিক্রেতা পরিবার গুলোকে অভাব অনটনে দিন কাটাতে হচ্ছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী ৬-৭ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এসময় মৎস্য আহরণে নিয়োজিত ফিশিং ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি এলাকায় নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
উপকূলের ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, উখিয়ার সাগর উপকূলে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করছে প্রায় ৫ শতাধিক জেলে পরিবার। সাগরে উত্তাল থাকার কারণে মালিক পক্ষ তাদের ফিশিং বোট গুলো আপাতত নিরাপদ স্থানে নোঙ্গর করে রাখার জন্য নির্দেশ প্রদান করায় জেলে পরিবারে দেখা দিয়েছে র্দুদিন।
এদিকে হাটবাজারে মাছের আকাল দেখা দেওয়া অসংখ্য ক্রেতা সাধারণ বাজারে মাছ না পেয়ে তরিতরকারি ও শুটকি ক্রয় করতে দেখা গেছে।
সোমবার মাছ বাজারে আসা থাইংখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিটু বড়–য়া জানায়, সে থাইংখালী, বালুখালী, কুতুপালং বাজার ঘুরে সামুদ্রিক মাছ পায়নি।
মাছ ব্যবসায়ীরা জানায় উখিয়ার ৫০শতাংশ পরিবার পালংখালী এলাকায় উৎপাদিত মাছের উপর নির্ভরশীল। প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে পালংখালীর প্রায় তিন হাজার একর চিংড়ি ঘের প্লাবিত হওয়ার কারণে পুরো উখিয়া উপজেলায় মাছের প্রভাব পড়েছে। এদিকে মাছ সংকটের তীব্রতা হাটবাজারে তরিতরকারির দামও বেড়েছে দ্বিগুন।
তরকারি ব্যবসায়ী নুর আহমদ, শামশুল আলম জানায়, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে শহরের আড়ৎগুলোতে সবজ্বি সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় ভাবে উৎপাদিত তরিতরকারি বাজারজাত করা হলেও চাহিদা পূরণ হচ্ছে না। যে কারণে সবজ্বির দাম আগের তুলনায় বেড়েছে।
Posted ১০:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy