শহিদুল ইসলাম,উখিয়া(২৬ সেপ্টেম্বর) :: ককসবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে অাটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে ককসবাজার জেল হাজতে প্রেরন করেন।বুধবার ভোর রাতে এ অভিযান চালানো হয়।
উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক মহি উদ্দীন ও সহকারী উপ পরিদর্শক জমির উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ বুধরাব ভোর রাতে রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া গ্রামের শামসুল অালমের বাড়ীতে অভিযান চালানো হয়।
এসময় শীর্ষ মাদক কারবারী ছৈয়দ অাকবর (৪০) প্রকাশ লুড়া অাকবর কে গ্রেফতার করে থানায় নিয়ে অাসেন।
একই সময়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে তেলীপাড়াস্থ ছৈয়দ আলমের ছেলে নুরুল আমিনকে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী থেকে আটক পূর্বক তার দেহ তল্লাসি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানিয়েছেন।
Posted ৭:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy