শহিদুল ইসলাম উখিয়া (২১ ডিসেম্বর) :: কক্সবাজারের উখিয়ার সীমান্তে টহলরত বিজিবির সাথে ইয়াবাকারবারীর বন্দুক যুদ্ধের ঘটনায় দুইজন ইয়াবাকারবারী নিহত হয়েছে।
নিহতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মোঃ ছিদ্দিক (৩০) ও মোঃ শাহাজান (৩৬)। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নালা বন্ধুক ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্ত জনপদ নলবনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
উখিয়া থানা পুলিশ নিহত দুইজন ইয়াবাকারবারীকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এদের মৃত ঘোষনা করলে তাদেরকে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয় বলে জানা গেছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহম্মদ সাংবাদিকদের জানান, একদল রোহিঙ্গা ইয়াবাকারবারী ইয়াবার চালান নিয়ে সীমান্তের নাফনদী পার হয়ে নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে বিজিবির তাদের গতিরোধ করার চেষ্টা করে। এসময় ইয়াবাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষন করলে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে।
এতে ঘটনাস্থলে দুইজন রোহিঙ্গা ইয়াবাকারবারী মারা যায়। তিনি বলেন, তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নালা বন্ধুক ও দুইটি কার্তুজ উদ্ধার করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাতানামা দুইজন ইয়াবাকারবারীর লাশ উদ্ধার করা হয়েছে।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy