মোসলেহ উদ্দিন,উখিয়া(২৩ ফেব্রুয়ারি) :: কক্সবাজারের উখিয়ার বালুখালী ও জামতলী শরনার্থী ক্যাম্প হতে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় পালংখালী থেকে ২টি সিএনজি তল্লাশী করে পাচারকারী ও ৪জন মহিলা রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৩৪ বিজিবি সদস্যরা।
কক্সবাজারস্থ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক মেইল বার্তায় জানায়,রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উখিয়ার পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পালংখালে অভিযান চালালে পাচারকারী এবং ৪জন রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়।
আটকৃতরা হলো-পাচারকারী, মোঃ এনাম উল্লাহ (২৫), পিতাঃ খেফায়েত উল্লাহ, বালুখালী বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্প-১১, ব্লক-ডি/১০।
আটক রোহিঙ্গা নাগরিকরা হলো- মোছাঃ ইয়াসমিন ফাতেমা (১৬), পিতাঃ মোঃ রশিদ উল্লাহ, তাজনিমার খোলা বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্প-১৯, ব্লক-সি।
মোছাঃ মনিরা বেগম (২০), পিতাঃ মোঃ সৈয়দ, জামতলী বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্প-১৫, ব্লক-ডি/১।
মোছাঃ রহিমা আক্তার (১৮), পিতাঃ করিম উল্লাহ, হাকিম পাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্প-১৪, ব্লক-ডি/৩।
মোছাঃ নূর বেগম (১৫), পিতাঃ মৃত আশুর মিয়া, হাকিম পাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্প-১৪, ব্লক-ডি/৩।
বিজিবি আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী মোঃ এনাম উল্লাহ স্বীকার করেছে,সে আটককৃত মহিলাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফ নিয়ে যাচ্ছিল। আটককৃত পাচারকারী এবং মালয়েশিয়াগামী মহিলাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy