শহিদুল ইসলাম উখিয়া(১৪ ডিসেম্বর) :: কক্সবাজারের উখিয়ায় মন্ত্রীপরিষদ সচিবেব বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহিদ এটিএম জাফর আলম স্মৃতি বৃত্তি পরীক্ষা ১৮ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটা থেকে দুপুর পযর্ন্ত উখিয়ার ঐতিহ্যবাহি পালং অার্দশ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেনি থেকে চতুর্থ শ্রেনি পযর্ন্ত শিক্ষার্থীদের বৃওি পরীক্ষা চলে।
উখিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান থেকে এক হাজার তের জন শিক্ষাথী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম সরওয়ার কামাল।
এসময় সাথে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন,উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম,উখিয়া থানার ওসি অাবুল খায়ের, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল অালম চৌধুরী, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল অামিন চৌধুরী,উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া। এছাড়া গন্যমাধ্যম কর্মী ছিলেন। হল সুপারের দায়িত্ব পালন করেন হাসান জামাল রাজু।
Posted ১২:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy