শহিদুল ইসলাম,উখিয়া(৮ জানুয়ারী) :: কক্সবাজারের উখিয়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বু্ধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত উখিয়া সদর ষ্টেশনে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার ভূমি আমিনুল এহসান খান। পাঁচটি দোকান জরিমানা দিতে হয়।
যথাক্রমে তপনকে ১০ হাজার, ছয়তারা রাইস মিলকে ২০ হাজার,যদু সওদাগরকে ১০ হাজার, কামাল সওদাগরকে ১০ হাজার ও মাহবুব সওদাগরকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার ভুমি আমিমুল এহসান খান সবার উদ্দেশ্য বলেন,নিজ উদ্যোগে সবাইকে যার যার দোকান পরিস্কার রাখতে হবে।
তাছাড়া তিনি প্রতিটি দোকানে মুল্য তালিকা রাখার জন্য কঠোর নির্দেশনা দেন।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy