মোসলেহ উদ্দিন,উখিয়া(১৬ ডিসেম্বর) :: বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগ উখিয়া শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে। তারা সোমবার সকালে শহীদ মিনারে শহীদদের স্বরনে পুষ্পমাল্য অর্পন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধালীগের সেক্রেটারী জাফর আলম চৌধুরী শহীদদের নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধালীগ উখিয়া শাখার সভাপতি আবু বকর সিদ্দিক সেক্রেটারী সাধারন সম্পাদক জাফর আহম্মদ রাজাপালং ইউনিয়ন মুক্তিযোদ্ধালীগের সভাপতি সৈয়দ কাশেম, ভেন্ডার সেক্রেটারী মিদুল কান্তি আইচ, রতœাপালং ইউনিয়নের সভাপতি মনোরঞ্জন বড়–য়া, সেক্রেটারী মৌলভী নুরুল আলম, হলদিয়া সভাপতি নুর আহম্মদ, সেক্রেটারী মকবুল আহম্মদ, পালংখালী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, জালিয়াপালং ইউনিয়নের সভাপতি আবুল কালাম, সেক্রেটারী নুরুল আলম।
উখিয়ায় হোমিও হারবাল সোসাইটি বিজয় দিবস উদযাপন
——————————————–
বাংলাদেশ হোমিওপ্যাথ ইউনানী আইযুরবেদ হারবাল সোসাইটি জেলা শাখার চেয়ারম্যান কবিরাজ মো: নুর কামাল সোমবার ভোরে উখিয়া শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সোহরাব খান, সচিব আবু হায়দার ফরহাদ, অর্থ সম্পাদক খোকন ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা উখিয়ার বনাঞ্চলের জাতিয় ভেষজ ঔষধি বাগান তৈরির উদ্যেগ গ্রহন করে তা বাস্তবায়নের জন্য উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে বলেন, এখানে কবিরাজি ঔষুধের ব্যবহার বৃদ্ধি পেলে গরীব জনসাধারন উপকৃত হবে।
Posted ৬:২১ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy