শহিদুল ইসলাম,উখিয়া(২৪ আগষ্ট) :: ককসবাজারের উখিয়ার উপকুলীয় মেরিন ড্রাইভ সড়কে টমটমের ধাক্কায় স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্র নাম জাফর অালম (৮)।
উখিয়ার উপকুলীয় জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া গ্রামের অালী হোছনের ছেলে বলে জানা গেছে।
স্হানীয়রা জানান, শুক্রবার সকালে বন্ধুদের নিয়ে সীবিচে যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গিয়ে টমটমের ধাক্কায় মারা যান স্কুল ছাত্র।
নিহত ছাত্র উখিয়ার সোনার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র বলে স্কুলের শিক্ষক সোহবার হোসেন জানিয়েছেন।
জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল অামিন চেীধুরী সত্যতা স্বীকার করেন।
Posted ৫:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Chy