শহিদুল ইসলাম,উখিয়া(৪ জানুয়ারি) :: কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ ও বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করেছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিকারুজ্জামান চৌধুরী ও কক্সবাজার দক্ষিন বনবিভাগের সহকারি বনসংরক্ষক (উখিয়া রেঞ্জ) কাজী তারিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ও একদল বনকর্মীরা উখিয়া রেঞ্জের আওতাধীন পালংখালী ইউনিয়নের থাইংখালী ও মোছারখোল বনবিট এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা করাত কলে যৌথ অভিযান চালিয়ে ৫ অবৈধ করাতকল উচ্ছেদ করেন।
পাশাপাশি উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামের মকবুল হোসনের ছেলে আনোয়ার হোসেন নামের এক করাতকল মালিককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের সাজাপ্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
উদ্ধারকৃত করাতকল ও কাঠের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন থাইংখালী বনবিট কর্মকর্তা মোঃ শহিদুল আলম।
সহকারি বন সংরক্ষক (উখিয়া রেঞ্জে দায়িত্বরত) কাজী তারিকুর রহমান বলেন অবৈধ করাতকল মালিক ও সরকারি বনভুমি জবরদখলকারীরা যতবড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা এবং অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Posted ১০:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy