শহিদুল ইসলাম উখিয়া(১৮ জানুয়ারী) :: কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর একটি দল রোহিঙ্গা ক্যাম্প ও কুতুপালং বাজারে গড়ে উঠা কম্পিউটার দোকানে বিশেষ অভিযান চালিয়ে ন্যাশনাল আইডি কার্ড তৈরির মেশিনসহ দুইজনকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উখিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত লেঃ আফিফ এর নেতৃত্বে একদল সৈনিক গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও বাজারে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের ভুঁয়া ন্যাশনাল আইডি কার্ড এর কাজে ব্যবহ্নত ১০ টি ল্যাপটপ, ১৪ টি, প্রিন্টার, ২ টি লেমিনেটিং মেশিন, ৩ টি স্কানিং মেশিন, ৩ টি মনিটর, ৪ টি সিপিইউ ও ১ টি মোবাইলসহ কক্সবাজারের ঈদগাহ পূর্ব লরাবাগ গ্রামের হাজী আমির হোসনের ছেলে মোঃ রাসেল (৩০), ক্যাম্প ২ এর এ ১ ব্লকের বাসিন্দা আবুল হোসনের ছেলে মোঃ হাশেম (২৫) কে ন্যাশনাল আইডি কার্ড তৈরির সরঞ্জামাধীসহ আটক করে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Posted ৮:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy