শহিদুল ইসলাম,উখিয়া(৫ অক্টোবর) :: ককসবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে সিপিইউ,মনিটর,স্পীকার, পেন ড্রাইভ এবং বিপুল পরিমান জিদাহী ভিডিও সহ এক ব্যক্তি অাটক করেছে র্যাব।
অাটককৃত ব্যক্তির নাম কামাল হোসেন (৪০)। তিনি পালংখালী এলাকার মৃত অাহমদ হোসেনের ছেলে বলে র্যাব জানিয়েছেন।
র্যাব -৭এর একটি দল বুধবার রাতে পালংখালী ষ্টেশনে গোপন সংবাদের ভিওিতে এসব জিনিস পত্র সহ কামাল হোসেনকে অাটক করেন। অাটককৃত ব্যক্তিকে দুপুরে উখিয়া থানায় সোপর্দ্দ করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়ে্ছেন র্যাব -৭ এর কোম্পানী কমান্ডার রুহুল অামিন। উখিয়া থানার ওসি অাবুল খায়ের সত্যতা স্বীকার করেন।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy