শহিদুল ইসলাম,উখিয়া(১৪ ডিসেম্বর) :: কক্সবাজারের উখিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল দশটার সময় উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
এসময় প্রধান অতিথি বলেন দেশের স্বাধীনতা, অগ্রগতি রোধ ও মেধাশুন্য করতে পাকিস্তানের এদেশীয় এজেন্টরা বুদ্বিজীবীদের হত্যার নেশায় মেতে উঠেছিল।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উপজেলার সমবায় কর্মকর্তা কবির আহমদ, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয় কারী আবদুল করিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আলম,উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, উখিয়া থানার উপ পরিদর্শক নুরুল হক প্রমুখ।
Posted ১১:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy