শহিদুল ইসলাম,উখিয়া(১৮ অক্টোবর) :: উখিয়া-টেকনাফ অাসনের সংসদ সদস্য অাবদুর রহমান বদি অামার এমপি গিরি চলে গেলে ও স্হানীয় শিক্ষিত বেকার যু্বকদের রোহিঙ্গা ক্যাম্পে চাকরি নিশ্চিত হতে হবে।
স্হানীয়দের চাকরি না দিলে এনজিও গুলোর গাড়ী এলাকায় ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে রাস্তায় তাদের প্রতিহত করা হবে।
বুধবার সকালে উখিয়া উপজেলা অাইন শৃংখলা ও উপজেলা সমন্বয় সভায় এ কথা বলেন। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলার নির্বাহী কমর্কতা নিকারুুজ্জামান।
বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির চেীধুরী,উখিয়া থানার ওসি (তদন্ত)কায় কিসলু, রত্নাপালংইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল অালম,পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান শাহ অালম, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল অামিন চেীধুরী, অাওয়ামী লীগ নেতা অামিনুল হক অামিন,অধ্যক্ষ মিলন বড়ুয়া, ও উপজেলা প্রশাসন কর্মকর্তা বৃন্দ।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy